প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন ‘সৈয়দ আব্দুল হাদী, ও আসিফ আকবর’
সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর। ফাইল ছবি
সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর, সংগীতের জনপ্রিয় দুই মুখ। দুই প্রজন্মের এই দুই শিল্পীর মধ্যেকার সম্পর্কটাও বেশ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তাদের একসঙ্গে গাওয়ার খুব একটা সুযোগ হয়ে উঠেনি। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন তারা। কণ্ঠ দিলেন ‘বাবা (কথোপকথন)’ শিরোনামে নতুন একটি গান।
সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাশ। গানটি সাজানো হয়েছে বাবা ও ছেলের সম্পর্কের কথোপকথন দিয়ে। এতে বাবার কথাগুলোতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আর ছেলের কথাগুলো গেয়েছেন আসিফ আকবর।
Comments
Post a Comment