প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন ‘সৈয়দ আব্দুল হাদী, ও আসিফ আকবর’


২৬ নভেম্বর ২০১৯ ১২:১৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১২:১৯




সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর। ফাইল ছবি
সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর, সংগীতের জনপ্রিয় দুই মুখ। দুই প্রজন্মের এই দুই শিল্পীর মধ্যেকার সম্পর্কটাও বেশ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তাদের একসঙ্গে গাওয়ার খুব একটা সুযোগ হয়ে উঠেনি। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন তারা। কণ্ঠ দিলেন ‘বাবা (কথোপকথন)’ শিরোনামে নতুন একটি গান।
সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাশ। গানটি সাজানো হয়েছে বাবা ও ছেলের সম্পর্কের কথোপকথন দিয়ে। এতে বাবার কথাগুলোতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আর ছেলের কথাগুলো গেয়েছেন আসিফ আকবর।


গানটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘কিছু কিছু মুহুর্তের অনুভূতি এতটাই রোমাঞ্চকর যে ভাষায় প্রকাশ করা যায় না। তেমনি এক মুহুর্তের সাক্ষী হলাম। কারণ জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী স্যারের ভয়েস আমি ধারণ করেছি। এটা আমার সংগীত জীবনে অনেক বড় প্রাপ্তি। আর এই বিশেষ গানটির সুর-সংগীত করার পেছনে মূল কৃতিত্ব আসিফ আকবরের।’

জানা গেছে, গানটি নিয়ে বড় আয়োজনে নির্মাণ করা হবে এর মিউজিক ভিডিও। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে খুব শিগগিরই এটি প্রকাশ হবে।

Comments

Popular posts from this blog

ঐতিহাসিক গল্প পেলে সিনেমায় অভিনয় করবেন আসিফ

গহীনের গানের অনুষ্ঠানে আসিফ আকবরের ‘বিশেষ’ ঘোষণা