‘ঐতিহাসিক কোন গল্পের সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেলে সেই সিনেমায় অভিনয় করতে পারি। এই যেমন হাজী শরীয়তুল্লাহ নিয়ে সিনেমা হলে অভিনয় করবো।’ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমনটাই বলছিলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর।
আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বাংলাঢোল প্রযোজিত সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত দেশের এই প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।
আসিফ আকবর
অনুষ্ঠানে সাদাত হোসাইন বলেন, ‘গহীনের গান’ গানের ছবি, একইভাবে গল্পেরও। এখানে গানের সঙ্গে অভিনয়ের নতুন আসিফ আকবরকে আবিস্কার করবেন সবাই।
এই অনুষ্ঠানে সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। এ সময় আসিফ সবাইকে হলে গিয়ে ‘গহীনের গান’ উপভোগ করার আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আসিফ আকবর
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল হাদী, তপন চৌধরী, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, এফডিসির এমডি আবদুল করিম, নকীব খান, শহীদুল্লাহ ফরায়জী, শহীদ মাহমুদ জঙ্গী, মিশাসহ এই সিনেমা সঙ্গে সংশ্লিষ্টরা।
‘গহীনের গান’-এ আসিফের সাথে অভিনয় করেছেন হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।
329 SHARES জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর ‘মিট দ্য প্রেস’। আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত ছবিটি। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কুশলী ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। দেশীয় চলচ্চিত্রের সংকটাপন্ন সময়ে ‘গহীনের গান’ ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন তিনি। এর পরপরই মঞ্চে আসেন ছবিটির নির্মাতা সাদাত হোসাইন। এ সময়ের জনপ্রিয় লেখক সাদাতের প্রথম ছবি এটি। ব্যতিক্রমী এই সিনেমাটি ঘিরে তার স্বপ্নের কথা ফুটে উঠেছে তার বক্তব্যে। তিনি বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে।’ শিল্পী আসিফ আকবরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নির্মাতা। অসামান্য অবদান রাখায় ও সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তার ৩০টি একক অ্যালবামের কভার দিয়ে তৈরি ...
২৬ নভেম্বর ২০১৯ ১২:১৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১২:১৯ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর। ফাইল ছবি সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর, সংগীতের জনপ্রিয় দুই মুখ। দুই প্রজন্মের এই দুই শিল্পীর মধ্যেকার সম্পর্কটাও বেশ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তাদের একসঙ্গে গাওয়ার খুব একটা সুযোগ হয়ে উঠেনি। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন তারা। কণ্ঠ দিলেন ‘বাবা (কথোপকথন)’ শিরোনামে নতুন একটি গান। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাশ। গানটি সাজানো হয়েছে বাবা ও ছেলের সম্পর্কের কথোপকথন দিয়ে। এতে বাবার কথাগুলোতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আর ছেলের কথাগুলো গেয়েছেন আসিফ আকবর। গানটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘কিছু কিছু মুহুর্তের অনুভূতি এতটাই রোমাঞ্চকর যে ভাষায় প্রকাশ করা যায় না। তেমনি এক মুহুর্তের সাক্ষী হলাম। কারণ জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী স্যারের ভয়েস আমি ধারণ করেছি। এটা আমার সংগীত জীবনে অনেক বড় প্রাপ্তি। আর এই বিশেষ গানটির সুর-সংগীত করার পেছনে মূল কৃতিত্ব আসিফ আকবরের।’ জানা গেছে, গানটি নিয়ে বড় আয়োজনে নির্মাণ করা হবে এর মিউজিক ভিডিও। প...
Comments
Post a Comment