ঐতিহাসিক গল্প পেলে সিনেমায় অভিনয় করবেন আসিফ



আসিফ আকবর
বিনোদন ডেস্ক
আসিফিয়ান২৪


  • Font increase
  • Font Decrease
‘ঐতিহাসিক কোন গল্পের সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেলে সেই সিনেমায় অভিনয় করতে পারি। এই যেমন হাজী শরীয়তুল্লাহ নিয়ে সিনেমা হলে অভিনয় করবো।’ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমনটাই বলছিলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর।
আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বাংলাঢোল প্রযোজিত সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত দেশের এই প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।
আসিফ আকবর

অনুষ্ঠানে সাদাত হোসাইন বলেন, ‘গহীনের গান’ গানের ছবি, একইভাবে গল্পেরও। এখানে গানের সঙ্গে অভিনয়ের নতুন আসিফ আকবরকে আবিস্কার করবেন সবাই।
এই অনুষ্ঠানে সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। এ সময় আসিফ সবাইকে হলে গিয়ে ‘গহীনের গান’ উপভোগ করার আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আসিফ আকবর

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল হাদী, তপন চৌধরী, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, এফডিসির এমডি আবদুল করিম, নকীব খান, শহীদুল্লাহ ফরায়জী, শহীদ মাহমুদ জঙ্গী, মিশাসহ এই সিনেমা সঙ্গে সংশ্লিষ্টরা।
‘গহীনের গান’-এ আসিফের সাথে অভিনয় করেছেন হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

Comments

Popular posts from this blog

গহীনের গানের অনুষ্ঠানে আসিফ আকবরের ‘বিশেষ’ ঘোষণা

প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন ‘সৈয়দ আব্দুল হাদী, ও আসিফ আকবর’