ঐতিহাসিক গল্প নিয়ে সিনেমা হলে অভিনয় করবো : আসিফ

ছবিতে আসিফ ও তানজিকা আমিন ডেস্ক রিপোর্ট আসিফিয়ান২৪.কম আপডেট: নভেম্বর ২৯, ২০১৯ ১০:০৭ আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান। ’ এর মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কুশলী ও আমন্ত্রিত অতিথিরা। এখানেই আসিফ আকবর জানান ঐতিহাসিক সিনেমায় তিনি অভিনয় করতে রাজি রয়েছেন। একজন গণমাধ্যমকর্মীর প্রশ্ন ছিল অভিনয়ে নিয়মিত হবেন কি না। এ প্রসঙ্গে আসিফ বলেন, ঐতিহাসিক গল্প নিয়ে কোনো সিনেমা হলে তাতে অভিনয় করতে পারি। যেমন হাজী শরীয়তুল্লাহ নিয়ে সিনেমা হলে অভিনয় করতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গহীনের গান’-এর অভিনয়শিল্পী হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন, গীতিকার তরুন মুন্সী, রাজিব আহমেদ, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন প্রমুখ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল হাদী, তপন...