ভক্তের জন্মদিনে আসিফ আকবরের আবেগময় ফেসবুক পোস্ট

 নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯

ভক্তের সঙ্গে আসিফ আকবর
বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বহুবছর ধরে মাতিয়ে এসেছেন বাংলা গান দিয়ে।ভক্তদের নতুন-নতুন চমক দিতে দিন রাত পরিশ্রম করে চলেছেন এখনো তিনি।পেয়েছেন ভক্তদের অফুরন্ত ভালোবাসা। যে ভালোবাসা জন্যই আজ তিনি আসিফ আকবর হয়ে উঠেছেন। মাঝে মাঝে ভক্তরা তাকে ভালোবাসার প্রকাশ স্বরুপ ফেসবুকে ম্যাসেজ করেন।মনের আবেগ আর ভালোবাসার কথা জানান, প্রিয় এই তারকার কাছে।আসিফ আকবর তাদের বিমুখ করেন না।সময় থাকলে তাদের সঙ্গে মেতে ওঠেন আলাপচারিতায়। ঠিক তেমনই একটি ঘটনার কথা নিজের ফেসবুকে প্রকাশ করলেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত এই গায়ক।
এমনই এক ভক্তকে নিয়ে লিখলেন এক আবেগমাগা খোলা চিঠি।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তা হুবহু প্রতিঘন্টা ডটকমের পাঠক জন্য তুলে ধরা হলো-
নাহিদ আকবর মিঠু, ওর আসল নাম কিনা জানিনা। আমি নাহিদ নামেই ডাকি। ওর সাথে দেখা হয়েছে কম, তারও জানপ্রান দিয়ে দেখা করার ইচ্ছে কম আমার সাথে। বরিশালেই দেখা হয়েছে দুবার। ছেলেটার ভিতরে অস্বাভাবিক স্মার্টনেস কাজ করে। আমাকে তার ভালবাসার ধরনটা আলাদা, কখনোই অস্থির নয়। বরং আমি ঢাকায় তাকে দাওয়াত দিয়েছি, আজো আসেনি।সবসময় নিজেকে উপস্থাপন করে আমার সম্মান সমুন্নত রেখে। বিরক্ত হওয়ার সুযোগই দেয়নি। বরং আমি মাঝে মাঝে ফোন করে আমার আনরিলিজড গান নাহিদকে শোনাই।
আমার ফ্যানদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। আমি জানি তারাও আমাকে অনেক ভালবাসে। নাহিদ একটু আলাদা, ওর ভালবাসার মধ্যে আলাদা কোন রং নেই, তবুও রঙ্গীন বর্ণিল তার ভালবাসা। রহস্যপুর্ণ একটা চরিত্র।আমার কাছে সে একটা কুইজের মত, কি চায় জানিনা, তবে ভালবাসে এটা নিশ্চিত।
আজ নাহিদের জন্মদিন। এরকম একজন বিস্ময়কর ফ্যান আমার আছে, আমি তাতেই মুগ্ধ। সত্যি বলতে আমি ওর মত একজন  নির্লোভ অতিসাধারন এবং দায়িত্বশীল ভক্তের ভক্ত হয়েছি গায়ক হিসেবে। শুভ জন্মদিন নাহিদ, তোমার মত ফ্যান যে কোন শিল্পীর জন্য বিশাল শক্তি। অনেক ভালবাসা আর শুভকামনা রইলো তোমার জন্য।
ভালবাসা অবিরাম...!

Comments

Popular posts from this blog

ঐতিহাসিক গল্প পেলে সিনেমায় অভিনয় করবেন আসিফ

গহীনের গানের অনুষ্ঠানে আসিফ আকবরের ‘বিশেষ’ ঘোষণা

প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন ‘সৈয়দ আব্দুল হাদী, ও আসিফ আকবর’