মাশরাফি কে নিয়ে রাশেদ
প্রবাসীর গান
কামরুল ইসলামঃ
-মাশরাফি বিন মোর্তোজা টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। স্বল্পদৈর্ঘ্যর ফরমেটে জাতীয় দলে জার্সি গায়ে এ লড়াকু ক্রিকেটারকে আর দেখা যাবে না।
এমন সময় মাশরাফির প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে 'মাশরাফি' নামে গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন ওমান প্রবাসী রাশেদ
চট্রগ্রামের মিরসরাইয়ের ছেলে ( রাশেদ প্রবাসী ) সেই ক্রিকেট পাগল একটা ছেলে।ছোট কাল থেকে খেলাধুলা ও সংগীতের সাথে যুক্ত ছিলেন। অনেক দিন ধরে বাংলাদেশ টিম, এবং মাশরাফি কে নিয়ে গান করার ইচ্ছে ও স্বপ্ন দেখতেন, তবে সেই স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে গেছেন তিনি।
ওমান প্রবাসী রাশেদ বর্তমানে বাংলাদেশের মাটিতে অবস্থান করছেন । খুব শীঘ্রই মাশরাফি কে নিয়ে গানটি প্রকাশিত হবে। গানটি নিয়ে রাশেদ প্রবাসী খুব আশাবাদী,
যানা গেছে এর আগে রাশেদ প্রবাসীর কন্ঠে প্রবাস থেকে বলছি, পরান পাখি,শিরোনামের দুইটি মিউজিক ভিডিও প্রকাশ পায়, সিড়ি চয়েসের ব্যানারে,এর আগে তার লেখা গান বিভিন্ন শিল্পীরা গেয়েছেন, তাদের মধ্যেই উল্লেখযোগ্য সাবরিন সাবা, দুঃখী লালন, এমডি রবিন, সালমান'শ আরও অন্য অন্য রা এবং তার লেখা আরো কিছু গান প্রকাশের অপেক্ষায়।
দলনেতা মাশরাফি গানটির উদ্যোক্তা ও গীতিকার, শিল্পী রাসেদ প্রবাসী।
গানের সঙ্গীতায়োজন করেছেন মিলন খান। গানটির কথা ও সুর শিল্পী নিজেই কররেছেন।
'ইতিহাস সাক্ষী দলনেতা তুমি মাশরাফি, নতুন প্রজন্ম সাক্ষী প্রিয় নেতা তুমি মাশরাফি তোমার আলোয় আলোকিত প্রিয় জন্মভূমি, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বিশ্ব কে করবে জয় তোমার হাত ধরে ' এমন সুন্দর কথা নিয়ে গানটি তৈরি হয়েছে।
এ ব্যাপারে রাশেদ প্রবাসী বলেন, মাশরাফি ভাইকে নিয়ে প্রায় এক বছর আগে বিদেশের মাটিতে বসে গানটির কথা লিখি এবং সুর করি, এতো দিন দেশে ফেরার অপেক্ষায় ছিলাম,
রাশেদ প্রবাসী আরো বলেন, অফিসিয়াল ভিডিওর অপেক্ষায়, এবং বিদেশে থাকার কারণে এতোদিন গানটি প্রকাশ করা হয়নি।
তাই কোন ভালো দিনক্ষণ দেখে মাশরাফির প্রতি সম্মান জানিয়ে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হবে। আমার বিশ্বাস মাশরাফি ভক্তরা গানটি পছন্দ করবেন।
Comments
Post a Comment