গতকাল সন্ধায় ‘দেবো তোকে জানটা’ শিরোনামে আসিফ আকবরের সাথে প্রথম একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন মাহফুজা মম


আসিফ আকবরের শিল্পীর তালিকায় এবার মাহফুজা মম



প্রতি সপ্তাহে কোন না কোন নতুন গানের খবর পেয়ে থাকেন আসিফ আকবরের বক্ত শ্রোতারা ।তবে এবারে বক্তদের জন্য নতুন খবর একটু অন্য রকম । বাংলা গানের যুবরাজ আসিফ আকবর রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন,সামিনা চৌধরী ,ফাহমিদা নবী, দিনাত জাহান মুন্নী থেকে আজকের কর্নিয়া পর্যন্ত অসংখ্য মেয়ে শিল্পীর সাথে অডিও কিংবা সিনেমাতে ডুয়েট গান গেয়েছেন । বেশ কিছু নবীন শিল্পী আসিফ আকবরের হাত ধরে সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছেন। তার মধ্যে দিনাত জাহান মুন্নি, আখি আলমগীর, সাবরিনা সাবা, বেলী আফরোজ, কর্নিয়া সহ  অনেক তারকা শিল্পী। আসিফ আকবরের মেয়ে শিল্পীর তালিকায় আরো একটি নাম যোগ হচ্ছেন । সেই নামটি হয়েছেন কন্ঠশিল্পী মাহফুজা মম ।

মম এই সময়ের নারী কন্ঠ শিল্পীদের মধ্যে অন্যতম মেধাবী একজন কন্ঠ শিল্পী । তার কন্ঠে উঠে আসে সুন্দর সুন্দর কুকিল কন্ঠি গান ।ইতি মধ্যে তিনি দেশ ও দেশের বাহিরে অসংখ্যা স্টেজ শো করেছেন । মিডিয়া সহ সারা বাংলাদেশের সঙ্গীত প্রিয় মানুষের কাছে খুব পরিচিত  মাহফুজা মম ।

গাতকাল সন্ধায় ‘দেবো তোকে জানটা’ শিরোনামে আসিফ আকবরের সাথে প্রথম একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন মাহফুজা মম । ই-মিউজিক স্টুডিওতে রোমান্টিক ডুয়েট গানটির রেকডিং সম্পুর্ন হয়েছেন বলে জানায় গানটির সুরকার ও গীতিকার।

ভালোবাসি বলে তোকে / কতো কথা বলে লোকে / বোঝেনা যে তবু কেনো এই মনটা / কাছে আয়না পাশে থাকনা / দেবো তোকে জানটা…. এমনই শ্রুতিমধুর গানের কথাটি লিখেছেন অসংখ্য  জনপ্রিয় গানের গীতিকার আহমেদ রিজভী , সুর করেছেন এই সময়ের মেধাবী সুরকার অভি আকাশ , সংগীতায়োজনে করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার মুসফিক লিটু ।

আহমেদ রিজভী বলেন , আমি সব সময় চেষ্টা করি ভালো লেখার জন্য । নতুন শিল্পী বা পুরানো শিল্পী কথা চিন্তা করি না কখনও । আমার লেখাটা সর্বোচ্চ লেখার চেষ্টা করি। অনেক নতুন শিল্পীদের থেকে মম  ভালো গান করার চেষ্টা করে । আর যে খানে আসিফ আকবর আছে সেই খানে গান নিয়ে নতুন শিল্পীর টেনশনটা বেশি থাকে। কারন আসিফ এর সাথে ভালো গাইতে হবে । তখন শিল্পী ভালো গায়, এর পরে গানটি এমনিতে ভালো হয়ে যায় । আমি সহজ কথায় গানটি লিখেছি , সুরটা ভালো করেছেন অভি আকাশ. আশা করি গানটি সবাইর পছন্দ হবে ।

‘দেবো তোকে জানটা’ নিয়ে আসিফ আকবর বলেন , আহমেদ রিজভী স্যার ও ভাইয়ের লেখা গান আমি যখনই পাই লুপেনি, কারন তিনি একজন মেধাবী গীতিকার, অসম্ভব সুন্দর গান লিখেন তিনি। নতুন গানটি নিয়ে বলতে চাই একটু , মম এর সাথে পরিচয় বেশ কয়েক বছরের । অনেক দিন ধরে একটা ডুয়েট গান করার জন্য অনুরোধ করেছেন মম। সময় করে উঠতে পারি নাই তাই গান করা হয়ে উঠেনি। আমি সব সময় ভালো শিল্পীকে সাপোর্ট করে আসছি । মম এর আগে গান শুনেছি, ভালো গান করার চেষ্টা তার মধ্যে আছে । আশা করি গানটি আমার বক্ত শ্রোতাতের খুব পছন্দ হবে।

‘দেবো তোকে জানটা’ নিয়ে মাহফুজা মম বলেন , আসিফ ভাইয়ের সাথে গান গাওয়া নতুন শিল্পীদের জন্য আকাশের চাদ হাতে পাওয়ার মত। আসিফ ভাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ । আমার মত এতো ছোট শিল্পীর সাথে গানটি গাওয়ার জন্য । এছাড়া আহমেদ রিজভী ভাই সুন্দর গানটি আমাকে দেয়ার জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ রইলাম। এছাড়া অভি আকাশ ভাই এর সুন্দর সুর করা গানটির মিউজিক করেছেন মুশফিক লিটু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এতো কষ্ট করার জন্য । আশা করছি খুব শিগগিরই মিউজিক ভিডিওসহ একটি অডিও কোম্পানী থেকে প্রকাশ হবে।



x

Comments

Popular posts from this blog

ঐতিহাসিক গল্প পেলে সিনেমায় অভিনয় করবেন আসিফ

গহীনের গানের অনুষ্ঠানে আসিফ আকবরের ‘বিশেষ’ ঘোষণা

প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন ‘সৈয়দ আব্দুল হাদী, ও আসিফ আকবর’