জন্মদিনের শুভেচ্ছা বার্তায় যা লিখেছেন সহপাঠীরা


ছবির ফ্রেমে আসিফ ও রনি    




আসিফিয়ান গ্রুপের অন্যতম এডমিন মালেশিয়া প্রবাসী রনির   জন্মদিন ছিলো আজ,দেশের বিভিন্ন জায়গা থেকে ফেসবুকের কল্যাণে জন্মদিনের  শুভেচ্ছা জানান তার ফেসবুক বন্ধুরা, এতে পিছিয়ে থাকেনি গ্রুপে একসাথে কাজ করা সহপাঠীরা,, গ্রুপে ভিন্ন ধরনের পোস্ট করে তাকে চমকে দেন এডমিন'রা
                

বন্ধুদের এমন উদযাপনে রনি বলেনঃঃ-সবার উইশ এক সাথে পেয়ে আমি সেই সকাল থেকে অনেক খুশি খুশি মনে ছিলাম। অজানা এক ভাল লাগা কাজ করছিল,  সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম সবার উইশ এক সাথে দেখে।

আমাকে যেই জাইগা টা তে দাড় করালেন সত্যি আমি খুব আনন্দিত।  একজন প্রবাসী হিসবে এমন কিছু মন্তব্য পাবো কল্পনা ও করতে পারিনি। নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি।


সহপাঠীদের দেওয়া পোষ্টটি হুবহু তুলে ধরা হলো নিচে              


কিছু মানুষ যারা একটু স্পেশাল হয়,তাদের জন্য স্পেশাল কিছু করাই লাগে। আজকে তেমনি একজন মানুষের জন্মদিন যার জন্য সবাই একত্রিত হয়ে একটু ভিন্নভাবে উদযাপন করা----


Suhana Akter:-


ঠিক এমনই কোনো একদিনে পৃথিবীর আলো দেখেছিলেন আপনি। অনেকগুলো বসন্ত পার করে মায়ের সেই ছোট্ট ছেলেটা এখন জীবন যুদ্ধে যুদ্ধরত এক সৈনিক। যে জীবনের প্রয়োজনে আপন পরিবেশ, আপন মানুষজন ছেড়ে প্রতিনিয়ত নিজের জন্য, পরিবারের জন্য যুদ্ধ করছে! সমৃদ্ধ করছে দেশের অর্থনীতিকে!


শুভ জন্মদিন ভাইয়া.....🎂

মহান আল্লাহ আপনাকে বিজয়ী করুন। উচ্ছ্বাস আর আনন্দে ভরে থাকুক আপনার জীবন।😊


Sayma Sultana:-


🌹শুভ জন্মদিন ভাই🌹

 আপনার জীবনে আরো অসংখ্যবার ফিরে আসুক এই দিনটি এবং আপনার প্রিয়জনের মাঝেই কাটুক আপনার সবটুকু সময় । আপনার সুখী এবং সমৃদ্ধ জীবনের জন্য রইল দোয়া।


আতাউর রহমান:-


শুভ জন্মদিন রনি ভাই,

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের কাছেও আপনার জন্মদিন উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী চাওয়া হইছিলো 

উনারা ব্যস্ত থাকায় দেন নাই;

আমরা অলটাইম ফ্রী, আমরা সবাই বাণী দিচ্ছি;

তবে ফ্রী-তে না, প্রতিবারের মত ট্রিটের মিথ্যা আশ্বাসে ।

.

জন্মদিন তো জন্মদিন,

খাওয়াইতে হবে দেখে,

এখনো বিয়ে করতেছেন না

আমাদের কি কোন হক নাই?

.

আচ্ছা ট্রিট তো ব্যয়সাপেক্ষ ব্যাপার,

আপাতত ফ্রী তে শুভেচ্ছা নেন।😀

.

আপনার জীবনে যতগুলা জন্মদিন আসছে এখন পর্যন্ত, 

সামনে তার দ্বিগুণেরও বেশি আসুক,

প্রতিবছর ৩-৫টা করে আসুক জন্মদিন;

আমরা বিশা-আ-আ-আল বিশা-আ-আ-আল কেক কেটে সেলিব্রেট করব।🙂

শুভ জন্মদিন ❤


আশরাফুল আবেদীন:-

শুভ জন্মদিন  আমাদের আসিফিয়ান গ্রুপের 

সফল এডমিন  ভাই...॥

এই দিনে আপনি জন্মগ্রহন করেছেন শুভেচ্ছা স্বাগতম ...॥ 

আমাদের আসিফিয়ান গ্রুপের সকল মেম্বারস এবং 

এডমিন , মডারেটর সবার পক্ষ থেকে   শুভ জন্মদিনের  শুভেচ্ছা ....॥ 🌹


ভালো থাকুন , ভালো রাখুন সবাইকে 

                                     ভালোবাসা অবিরাম❤ 


Md Arif:-


স্টাটাস দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রকাশটা যেন একটা নিয়মের মধ্যে হয়ে গেছে,ভালোবাসাটা অন্তরের সেটা বাহিরে প্রকাশ করাটা কতটা যুক্তিক তা আমি জানি না,তবে আপনার কাছে চাওয়ার মতো আমার কিছু নেই যা দিয়েছেন অন্তত সেটাও সারাজীবন মনে রাখার মতো ।


শুভ জন্মদিন প্রিয় ভাইয়া❤


Md Supol Supol:-


জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে।


Silon Hossain:-


আজ ১৯ই নভেম্বর, আমাদের প্রিয় মুখ #রনি ভাইয়ের জন্মদিন,  

আপনাকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

আপনার বাকি জীবন হোক আরো সুন্দর ও মধুময়।

ভালবাসা অবিরাম......♥♥


Kamrul Islam

ক্লাবের পক্ষ থেকে আমি শেষ লিখছি,

অনেক কিছু লেখার ছিলো, কিন্তু পোস্ট বড় করতে চাইনি বলে,ছোট্ট করে লিখলাম 🤭


🌹জন্মদিনের শুভেচ্ছা🌹

তোমার আর্বিভাবের দিনটাই আনন্দ মিশুক স্পেশাল, 

নতুন দিনের ডাকে ডানা মেলে আসুক হাসিমাখা সকাল। 

বারবার ফিরে আসুক এই শুভ দিন তোমার জীবনে 

দূর থেকে জানাই তোমাকে অনন্ত ভালোবাসা ও শুভেচ্ছা এই জন্মদিনে❤

19th,Nov, 2k19


আসিফিয়ান গ্রুপের পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যৎ আসন্ন জীবনের জন্য শুভকামনা 🌹

Comments

Post a Comment

Popular posts from this blog

ঐতিহাসিক গল্প পেলে সিনেমায় অভিনয় করবেন আসিফ

গহীনের গানের অনুষ্ঠানে আসিফ আকবরের ‘বিশেষ’ ঘোষণা

প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন ‘সৈয়দ আব্দুল হাদী, ও আসিফ আকবর’