Posts

Showing posts from November, 2019

গহীনের গানের অনুষ্ঠানে আসিফ আকবরের ‘বিশেষ’ ঘোষণা

Image
329 SHARES জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর ‘মিট দ্য প্রেস’। আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত ছবিটি। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কুশলী ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। দেশীয় চলচ্চিত্রের সংকটাপন্ন সময়ে ‘গহীনের গান’ ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন তিনি। এর পরপরই মঞ্চে আসেন ছবিটির নির্মাতা সাদাত হোসাইন। এ সময়ের জনপ্রিয় লেখক সাদাতের প্রথম ছবি এটি। ব্যতিক্রমী এই সিনেমাটি ঘিরে তার স্বপ্নের কথা ফুটে উঠেছে তার বক্তব্যে। তিনি বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে।’ শিল্পী আসিফ আকবরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নির্মাতা। অসামান্য অবদান রাখায় ও সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তার ৩০টি একক অ্যালবামের কভার দিয়ে তৈরি ...

ঐতিহাসিক গল্প পেলে সিনেমায় অভিনয় করবেন আসিফ

Image
আসিফ আকবর বিনোদন ডেস্ক আসিফিয়ান২৪ নভেম্ব,  ২০১৯ | ২৩:০৩ ১৩ অগ্রহায়ণ ১৪২৬ ৩০ রবিউল আউয়াল ১৪৪১ ‘ঐতিহাসিক কোন গল্পের সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেলে সেই সিনেমায় অভিনয় করতে পারি। এই যেমন হাজী শরীয়তুল্লাহ নিয়ে সিনেমা হলে অভিনয় করবো।’ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমনটাই বলছিলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বাংলাঢোল প্রযোজিত সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত দেশের এই প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। আসিফ আকবর অনুষ্ঠানে সাদাত হোসাইন বলেন, ‘গহীনের গান’ গানের ছবি, একইভাবে গল্পেরও। এখানে গানের সঙ্গে অভিনয়ের নতুন আসিফ আকবরকে আবিস্কার করবেন সবাই। এই অনুষ্ঠানে সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। এ সময় আসিফ সবাইকে হলে গিয়ে ‘গহীনের গান’ উপভোগ করার আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে আসিফ আকবর সংবাদ...

প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন ‘সৈয়দ আব্দুল হাদী, ও আসিফ আকবর’

Image
২৬ নভেম্বর ২০১৯ ১২:১৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১২:১৯ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর। ফাইল ছবি সৈয়দ আব্দুল হাদী ও আসিফ আকবর, সংগীতের জনপ্রিয় দুই মুখ। দুই প্রজন্মের এই দুই শিল্পীর মধ্যেকার সম্পর্কটাও বেশ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তাদের একসঙ্গে গাওয়ার খুব একটা সুযোগ হয়ে উঠেনি। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন তারা। কণ্ঠ দিলেন ‘বাবা (কথোপকথন)’ শিরোনামে নতুন একটি গান। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাশ। গানটি সাজানো হয়েছে বাবা ও ছেলের সম্পর্কের কথোপকথন দিয়ে। এতে বাবার কথাগুলোতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আর ছেলের কথাগুলো গেয়েছেন আসিফ আকবর। গানটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘কিছু কিছু মুহুর্তের অনুভূতি এতটাই রোমাঞ্চকর যে ভাষায় প্রকাশ করা যায় না। তেমনি এক মুহুর্তের সাক্ষী হলাম। কারণ জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী স্যারের ভয়েস আমি ধারণ করেছি। এটা আমার সংগীত জীবনে অনেক বড় প্রাপ্তি। আর এই বিশেষ গানটির সুর-সংগীত করার পেছনে মূল কৃতিত্ব আসিফ আকবরের।’ জানা গেছে, গানটি নিয়ে বড় আয়োজনে নির্মাণ করা হবে এর মিউজিক ভিডিও। প...

ভক্তের জন্মদিনে আসিফ আকবরের আবেগময় ফেসবুক পোস্ট

Image
  নিউজ ডেস্ক  প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯       ভক্তের সঙ্গে আসিফ আকবর বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বহুবছর ধরে মাতিয়ে এসেছেন বাংলা গান দিয়ে।ভক্তদের নতুন-নতুন চমক দিতে দিন রাত পরিশ্রম করে চলেছেন এখনো তিনি।পেয়েছেন ভক্তদের অফুরন্ত ভালোবাসা। যে ভালোবাসা জন্যই আজ তিনি আসিফ আকবর হয়ে উঠেছেন। মাঝে মাঝে ভক্তরা তাকে ভালোবাসার প্রকাশ স্বরুপ ফেসবুকে ম্যাসেজ করেন।মনের আবেগ আর ভালোবাসার কথা জানান, প্রিয় এই তারকার কাছে।আসিফ আকবর তাদের বিমুখ করেন না।সময় থাকলে তাদের সঙ্গে মেতে ওঠেন আলাপচারিতায়। ঠিক তেমনই একটি ঘটনার কথা নিজের ফেসবুকে প্রকাশ করলেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত এই গায়ক। এমনই এক ভক্তকে নিয়ে লিখলেন এক আবেগমাগা খোলা চিঠি।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তা হুবহু প্রতিঘন্টা ডটকমের পাঠক জন্য তুলে ধরা হলো- নাহিদ আকবর মিঠু, ওর আসল নাম কিনা জানিনা। আমি নাহিদ নামেই ডাকি। ওর সাথে দেখা হয়েছে কম, তারও জানপ্রান দিয়ে দেখা করার ইচ্ছে কম আমার সাথে। বরিশালেই দেখা হয়েছে দুবার। ছেলেটার ভিতর...

চ্যানেল ২৪ এর প্রতি ক্ষোভ জানিয়ে আসিফের ফেসবুক স্ট্যাটাস

Image
বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সংঙ্গীত শিল্পী আসিফ আকবর তার ভেরিফাই ফেসবুক পেইজে  Channel 24 এর প্রতি ক্ষোভ জানিয়ে একটি স্ট্যাটাস  দিয়েছেন :  স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হলো, বলিউড মুভি সানজু দেখলাম। সেখানে মিডিয়ার নোংরা খেলাও চোখে পড়লো। একটা মানুষ ভাল হতে চাইলেও তাকে ভাল হতে দেয়না কিছু চুগলখোর মিডিয়া শুধুমাত্র নিউজের জন্য। অবৈধ উপার্জনের ঔরসজাত বেসরকারী টিভি চ্যানেল Channel 24. প্রথমে আমার নামে বানোয়াট নিউজ করে জেলে পাঠালো, তারপর চার্জশীট প্রদানের দিন মহাসমারোহে হেডলাইনে স্ক্রল দিতে লাগলো আমার নিউজ। অথচ যখন সব মামলায় জামিন পেলাম তখন এই মোনাফেকরা আর নিউজ করলোনা। অথচ মিডিয়ায় তাদের জন্মের পর এই চ্যানেলটাকেই সর্বোচ্চ সময় দিয়েছি। এরা হচ্ছে ডাস্টবিনে  ফেলে যাওয়া অবৈধ নবজাতকের মত, বেঁচে থাকলে বেজন্মা পরিচয় ধারন করেই বাঁচবে, এবং এদের কর্মকান্ড লজ্জিত করবে পুরো সাংবাদিক সমাজকে। এদের সাথে আছে কিছু স্যাডিস্ট বেজন্মা, পুরো ঘটনার সত্যতা না জেনেই কমেন্টে বিষোদগার করা শুরু করে। সাথে আছে আরো কিছু জারজ অনলাইন পোর্টাল, ঐ শুয়োরের দল খবর হয় একটা ছাপে আরেকটা। এক...

কণ্ঠশিল্পী আসিফের দুই মামলা বদলির আদেশ

Image
নিজস্ব প্রতিবেদক: কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও দণ্ডবিধি আইনে করা দুই মামলা বদলির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন দুই মামলার চার্জশিট ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন। এরপর তথ্যপ্রযুক্তি আইনে মামলা সাইবার ট্রাইব্যুনালে ও দণ্ডবিধি আইনের মামলাটিও বদলির আদেশ দেন। তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বুধবার আসিফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও দণ্ডবিধি আইনে পৃথক দুইটি চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার এজাহারে বাদী শফিক তুহিন উল্লেখ করেন, ২০১৮ সালের ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর সার্চলাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন যে, অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন আসিফ আকবর। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রাইভেট লিমিটেড কনটেন্ট ...

জন্মদিনের শুভেচ্ছা বার্তায় যা লিখেছেন সহপাঠীরা

Image
ছবির ফ্রেমে আসিফ ও রনি     আসিফিয়ান গ্রুপের অন্যতম এডমিন মালেশিয়া প্রবাসী রনির   জন্মদিন ছিলো আজ,দেশের বিভিন্ন জায়গা থেকে ফেসবুকের কল্যাণে জন্মদিনের  শুভেচ্ছা জানান তার ফেসবুক বন্ধুরা, এতে পিছিয়ে থাকেনি গ্রুপে একসাথে কাজ করা সহপাঠীরা,, গ্রুপে ভিন্ন ধরনের পোস্ট করে তাকে চমকে দেন এডমিন'রা                  বন্ধুদের এমন উদযাপনে রনি বলেনঃঃ-সবার উইশ এক সাথে পেয়ে আমি সেই সকাল থেকে অনেক খুশি খুশি মনে ছিলাম। অজানা এক ভাল লাগা কাজ করছিল,  সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম সবার উইশ এক সাথে দেখে। আমাকে যেই জাইগা টা তে দাড় করালেন সত্যি আমি খুব আনন্দিত।  একজন প্রবাসী হিসবে এমন কিছু মন্তব্য পাবো কল্পনা ও করতে পারিনি। নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। সহপাঠীদের দেওয়া পোষ্টটি হুবহু তুলে ধরা হলো নিচে               কিছু মানুষ যারা একটু স্পেশাল হয়,তাদের জন্য স্পেশাল কিছু করাই লাগে। আজকে তেমনি এক...

গতকাল সন্ধায় ‘দেবো তোকে জানটা’ শিরোনামে আসিফ আকবরের সাথে প্রথম একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন মাহফুজা মম

Image
আসিফ আকবরের শিল্পীর তালিকায় এবার মাহফুজা মম প্রতি সপ্তাহে কোন না কোন নতুন গানের খবর পেয়ে থাকেন আসিফ আকবরের বক্ত শ্রোতারা ।তবে এবারে বক্তদের জন্য নতুন খবর একটু অন্য রকম । বাংলা গানের যুবরাজ আসিফ আকবর রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন,সামিনা চৌধরী ,ফাহমিদা নবী, দিনাত জাহান মুন্নী থেকে আজকের কর্নিয়া পর্যন্ত অসংখ্য মেয়ে শিল্পীর সাথে অডিও কিংবা সিনেমাতে ডুয়েট গান গেয়েছেন । বেশ কিছু নবীন শিল্পী আসিফ আকবরের হাত ধরে সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছেন। তার মধ্যে দিনাত জাহান মুন্নি, আখি আলমগীর, সাবরিনা সাবা, বেলী আফরোজ, কর্নিয়া সহ  অনেক তারকা শিল্পী। আসিফ আকবরের মেয়ে শিল্পীর তালিকায় আরো একটি নাম যোগ হচ্ছেন । সেই নামটি হয়েছেন কন্ঠশিল্পী মাহফুজা মম । মম এই সময়ের নারী কন্ঠ শিল্পীদের মধ্যে অন্যতম মেধাবী একজন কন্ঠ শিল্পী । তার কন্ঠে উঠে আসে সুন্দর সুন্দর কুকিল কন্ঠি গান ।ইতি মধ্যে তিনি দেশ ও দেশের বাহিরে অসংখ্যা স্টেজ শো করেছেন । মিডিয়া সহ সারা বাংলাদেশের সঙ্গীত প্রিয় মানুষের কাছে খুব পরিচিত  মাহফুজা মম । গাতকাল সন্ধায় ‘দেবো তোকে জানটা’ শিরোনামে আসিফ আকবরের সাথে প্...
Image
মাশরাফি কে নিয়ে রাশেদ  প্রবাসীর গান কামরুল ইসলামঃ